You have reached your daily news limit

Please log in to continue


[১] রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পে করোনার প্রভাব!

রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম বা সিল্কেও চীনের মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে । রেশম পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চীনা সুতা নির্ভর হওয়ায় তৈরি হয়েছে সঙ্কট। [৩] ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমায় বৃদ্ধি পেয়েছে সুতার দাম। ফলে কমেছে উৎপাদন। এতে পহেলা বৈশাখ ও ঈদ-পূজার বাণিজ্য নিয়ে শঙ্কিত তারা। আমদানি নির্ভরতা কমিয়ে দেশে বেশি মাত্রায় রেশম সুতা উৎপাদনে সরকারি উদ্যোগ গ্রহণের তাগিদ ব্যবসায়ীদের। [৪] আভিজাত্য ও অনিন্দ্য সুন্দর রেশমি পোশাক মানেই রাজশাহী। দেশি সুতায় তৈরি হয় অপেক্ষাকৃত কম জৌলুস সিল্ক পোশাক। আর আকর্ষণীয় পোশাক তৈরি হয় চীনা সুতায়। ফলে উৎপাদনের জন্য চীন থেকে ৮০ শতাংশ সুতা আমদানি করে নগরীর বিসিকসহ চাঁপাইনবাবগঞ্জের অর্ধশতের বেশি রেশম হাউজ। বর্তমানে চীনে করোনার প্রাদুর্ভাবে কমেছে সুতার আমদানি। ফলে কমেছে উৎপাদন, বেড়েছে দাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন